কয়রায় সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময়

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০২:৩৮ পিএম
কয়রায় সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময়

 কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ গোলাম রব্বানী। তিনি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী  হিসেবে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভায় মিলিত হন। শনিবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় কযরা উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মতবিনিময় সভায় তিনি বলেন, আমি মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হতে পারলে কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মান, সদরে হাসপাতাল, সুন্দরবন কেন্দ্রীক পর্যটন নির্মান, কয়রা সদরে মিনি স্টেডিয়াম, জেলে বাওয়ালীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন, বনদস্যু নির্মুল, অবহেলিত দক্ষিন বেদকাশি ইউনিয়নে পরিবেশ বান্ধব কলকারখানা ব্যবস্থা গ্রহন সহ কয়রা পাইকগাছা আধুনিক করনে কাজ করা হবে।  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তি খুলনা জেলা সংগঠক নুরুজ্জামান হোসেন, জুলাই আন্দোলনের চোখ হারানো জুলাই যোদ্ধা বুলবুল আহমেদ, জুলাই যোদ্ধা আলতাফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক আজারুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্যাহ, এনসিপির কর্মি শিক্ষক দিপক কুমার মিস্ত্রি, মোমতাজুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে