বাজিতপুর ও নিকলী’তে সংসদীয় আসনে বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকদের মানববন্ধন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০৪:২১ পিএম
বাজিতপুর ও নিকলী’তে সংসদীয় আসনে বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকদের মানববন্ধন

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী বাজিতপুর উপজেলার বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের হাজার হাজার কর্মী সমর্থকরা আজ শনিবার সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বাজিতপুর ও নিকলী’তে প্রায় ২৫ কি.মি মানব বন্ধন কর্মসূচি পালন করেন। কারণ গত ১৭ বছর এ দুই উপজেলার হাজার হাজার নেতা কর্মীদের আওয়ামী ফ্যাসিবাদের আমলে মিথ্যা মামলা, জেল জুলুমসহ বিভিন্ন মামলায় তিনি নেতা ও কর্মীদের বিভিন্ন ভাবে সহায়তা ও জেল থেকে মুক্ত করেছেন। এদিকে বাজিতপুর উপজেলার মানব বন্ধনের অংশাবশেষ হলো পৌর বিএনপি বাজিতপুর রেজু মার্কেট, যুবদল বাজিতপুর বাঁশমহল, ছাত্রদল সরারচর রেলগেইট, সেচ্ছাসেবকদল জ্ঞানপুর, কৃষকদল জ্ঞানপুর, উলামাদল সাতবাড়িয়া মোড়, শ্রমিকদল সরিষাপুর, তাঁতীদল পৈলানপুর মসজিদ, মহিলাদল সরারচরসহ ২০ কিলোমিটার খন্ড খন্ড মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। এছাড়াও নিকলী উপজেলায় ০৫ টি পয়েন্টে অনুরূপ ভাবে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন বক্তারা মানব বন্ধন কর্মসূচি শেষে পথ সভায় বলেন, শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া যদি বাজিতপুর নিকলী আসনে অন্য কাউকে দেওয়া হয় তাহলে কঠিন কর্মসূচি গ্রহণ হবে বলে উল্লেখ করা হয়। নেতা কর্মীরা মানব বন্ধনে অংশ নিয়ে নেতা কর্মীরা বাজিতপুরের মাটি ইকবাল ভাইয়ের ঘাটি, বিএনপির ধানের শীষ, ইকবাল ভাইয়ের হাতে দিন বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আরও জানান, জনগণের প্রত্যাসা উন্নয়ন, ন্যায় ও অগ্রগতি দাবি’কে সামনে রেখে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারা বলেন কিশোরগঞ্জ-৫ আসন নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা সকল ষড়যন্ত্রের জাল বেদ করে দলীয় প্রার্থী হিসেবে এই অঞ্চলের জনমানুষের নেতা ইকভাইয়ের হাতে ধানের শীষ প্রতিক তুলে দিব। উল্লেখ্য গত ০৬ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির মহা সচিব কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে ৪টি দলীয় আসনের নাম ঘোষনা করেন। একই সঙ্গে কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ পরে জানানো হবে বলে সংবাদ সম্মলনে জানান এর পর থেকে বাজিতপুর বিএনপির ট্রেন অবরোধ বিভিন্ন মেটিং মসাল মিচিলসহ নানা কর্মসূচি পালন করে আসছে। এরই দ্বারা বাহিকতায় এই স্বতঃস্ফুত সম্মনিত ঐকের প্রতিক হিসেবে সর্ববৃহৎ এই মানব বন্ধনটি পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিনএপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সদস্য রাফিদ রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মজতুবা আলী জাহাঙ্গীর, শ্রমিক দলের উপজেলা সভাপতি শেখ আলী আহসান সবুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হক ভূইয়াসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। 

আপনার জেলার সংবাদ পড়তে