কক্সবাজারের রামুতে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বৃহষ্পতিবার, ২০ নভেম্বর রামুর দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, স্থানীয় ইউপি সদস্য, শিশু কমিটির প্রতিনিধি, ফেডারেশনের নারী সদস্য এবং প্রকল্পের যুব সদস্যরা অংশ নেন।
প্রকল্পের সিনিয়র ম্যানেজার মোঃ মর্তুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মিনুয়ারা বেগম।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে দিন ব্যাপী আয়োজনে ছিলো শিশুদের নিয়ে বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, শিশুদের সমঅধিকার বিষয়ে নাটক প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
আলোচনা সভায় বিশ্ব শিশু দিবস ২০২৫ এর থিম ও তাৎপর্য তুলে ধরেন টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) নাছিমা শাহীন।
প্রধান শিক্ষিকা দিলরুবা আখতার বলেন, “শিশুদের অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বিদ্যালয়ে এমন অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।” সাংবাদিক সোয়েব সাঈদ বলেন, “শিশু অধিকার রক্ষায় শিশুদের অংশগ্রহণমূলক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্ববহ।” সিনিয়র ম্যানেজার মোঃ মর্তুজ আলী বলেন, “দক্ষিণ মিঠাছড়ি দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) দীর্ঘদিন ধরে শিশু অধিকার ও সুরক্ষায় কাজ করে আসছে। সমাজের সবাইকে শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ভূমিকা রাখতে হবে।”
সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক উপস্থাপনায় ছিলেন ইয়ুথ অর্গানাইজার রাশেদুল হক সরকার। আগামীতে শিশুদের নিয়ে আরো কর্মসূচি গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে সিনিয়র ম্যানেজার মোঃ মর্তুজ আলী আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।