কক্সবাজারের রামু উপজেলায বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবলাকে আটক করেছে পুলিশ। সে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মত আবু তাহেরের ছেলে। শুক্রবার, দিবাগত রাত ২ টায় রামু থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
সম্প্রতি চৌমুহনী স্টেশনে বাবলার নেতৃত্বে একটি শুকনো সুপারী বোঝাই টমটম গাড়ি ছিনতাই হয়। এ ঘটনায় রামু থানায় মামলা দায়ের করেন সুপারী ব্যবসায়ি সাহাব উদ্দিন।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আনোয়ার হোসেন বাবলার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। এর মধ্যে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইন, ছিনতাই, মারামারি এবং চুরিসহ বিভিন্ন অভিযোগে ১০টিরও বেশি মামলা আছে।
এদিকে গ্রেপ্তার নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একাধিক মামলার কারণে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল।
আনোয়ার হোসেন বাবলাকে আটকের নিশ্চিত করেছেন- রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ। তিনি জানিয়েছেন - বাবলার বিরুদ্ধে শুকনো সুপারী বোঝাই গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সম্প্রতি মামলা হয়েছে। তার বিরুদ্ধে আরও অসংখ্য মামলা রয়েছে। মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।