মুজিবুল হক চিন্তা-চেতনায় মহৎ, প্রগতিশীল, অসাম্প্রদায়িক মানুষ ছিলেন

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০৪:২৭ পিএম
মুজিবুল হক চিন্তা-চেতনায় মহৎ, প্রগতিশীল, অসাম্প্রদায়িক মানুষ ছিলেন

মোহাম্মদ মুজিবুল হক ছিলেন একজন প্রকৃত সুজন ও সজ্জন ব্যক্তি। তিনি সকলের সাথে মিশতেন কোন রকম পার্থক্য না রেখে। তাঁর মধ্যে ছিল না কোন ইগো কিন্তু ব্যক্তি সত্তায় সবসময় ধরে রাখতেন আত্মসম্মানবোধ। বইপ্রেমী এই মানুষটির সততা, পরোপকার ও অহিংস নীতি সকলের জন্য অনুসরণীয়। একটি সমৃদ্ধ সমাজ কোন ধনীর মৃত্যুতে এতিম বা দরিদ্র হয় না। সমাজ এতিম হয় সৎ মানুষের মৃত্যুতে। প্রতিটি সৎ মানুষই সমাজের বটবৃক্ষ অভিভাবক। চলমান সমাজের একজন উচ্চতর মর্যাদার সৎ মানুষ মরহুম মোহাম্মদ মুজিবুল হক চিন্তা-চেতনায় মহৎ, প্রগতিশীল, অসাম্প্রদায়িক মানুষ ছিলেন।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে রামু উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলামের পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে এ স্মরণসভা শুরু করা হয়। এরপর জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হককে স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু উপজেলা শাখা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখা এবং নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বরের সভাপতি মাস্টার মোহাম্মদ আলম এ স্মরণসভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তৃতা করেন। স্মরণসভায় জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক এর বর্ণাঢ্য কর্মজীবন উপস্থাপন করেন, রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক খালেদ শহীদ।

সুজন, বাপা ও সমস্বর আয়োজিত এ স্মরণসভায় মরহুম মোহাম্মদ মুজিবুল হককে তিন সংগঠনের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। মরহুম মোহাম্মদ মুজিবুল হকের ছেলে তাসনিমুল হক শাওন, মেয়ে তানজিনা হক অয়ন, নাতি তাফসির রহমান মেহমিদের হাতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু উপজেলা শাখা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখা এবং নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বর নেতৃবৃন্দ মরণোত্তর সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

স্মরণসভায় মরহুম মোহাম্মদ মুজিবুল হকের কর্মময় জীবন, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আবুল মনসুর, মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তৈয়ব, রাজনীতিক প্রাবন্ধিক গবেষক আখতারুল আলম, কক্সবাজার জেলার অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বখতেখার আহমদ, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, শিক্ষক ও ব্যবসায়ী নুরুল আমিন, প্রকৌশলী মঞ্জুর হাছান ভুঁইয়া, রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, সংগীত ভবন রামুর অধ্যক্ষ বিভাষ সেনগুপ্ত জিগমী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলা সহ-সভাপতি হোসাইনুল ইসলাম মাতব্বর, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলার সহ-সভাপতি প্রকৌশলী তরুণ বড়ুয়া, রামু পাবলিক লাইব্রেরীর যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, রামু সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের পৌরোহিত সুবীর চৌধুরী বাদল, মরহুম মোহাম্মদ মুজিবুল হকের ছেলে তাসনিমুল হক শাওন, ছোট ভাই মুহাম্মদ আলী হায়দার, রামু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি মো. রুহুল আমীন রকি, জেলা খেলাঘর সভাপতি এম জসিম উদ্দিন, বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রীতি পরিষদের মহাসচিব সুরেশ বড়ুয়া বাঙালী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু উপজেলার সাধারণ সম্পাদক আবদুল হাশেম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলার সাধারণ সম্পাদক সায়েদ জুয়েল, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বর এর সাধারণ সম্পাদক মো. মিজানুল হক প্রমুখ। স্মরণসভা সঞ্চালনা করেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলার মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন আকতার মেরী।

আপনার জেলার সংবাদ পড়তে