লক্ষ্ণীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে শিগগিরই স্বাভাবিক, সুন্দর ও নিয়মতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সব দল অংশ নেবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
শনিবার দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা দলের আয়োজিত উঠান বৈঠকে চৌপল্লী কেজি হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং গ্রাম-গঞ্জের মানুষের আস্থা অর্জন করেছিলেন। তাঁর রাজনৈতিক দর্শন ধরে রেখেই বিএনপি আজও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেও রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন।
সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি কখনও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। নানা বাধা-নিষেধ থাকা সত্ত্বেও আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি।”
আসন্ন নির্বাচনে সতর্কতা ও সংগঠিত থাকার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, নির্বাচনী পরিবেশ তৈরি হলেও নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারা, সাধারণ সম্পাদক সুমি বেগমসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।