লক্ষ্ণীপুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) :
| আপডেট: ২২ নভেম্বর, ২০২৫, ০৪:৩২ পিএম | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০৪:৩০ পিএম
লক্ষ্ণীপুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা

দাঁড়িপাল্লায় ভোট চেয়ে “পরিবর্তনের পথে অগ্রযাত্রা”স্লোগানে লক্ষ্ণীপুর-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম শনিবার সকালে নির্বাচনী এলাকায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

সকাল ১০টার দিকে জেলা শহরের ইটেরপুল এলাকা থেকে যাত্রা শুরু হয়। প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শোভাযাত্রাটি চন্দ্রগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। পথে পথে উৎসাহ-উদ্দীপনায় নেতাকর্মীরা স্লোগান দেন। উপস্থিত ছিলেন কয়েক হাজার কর্মী-সমর্থক।

একই সময়ে লক্ষ্ণীপুর-৪ আসনে জামায়াতের প্রার্থী এ. আর. হাফিজ উল্লাহর নেতৃত্বে আরেকটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। কমলনগরের তোরাবগঞ্জ বাজার থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায়ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ড. রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্ণীপুর-৩ আসনের প্রার্থী। অপরদিকে হাফিজ উল্লাহ জেলা জামায়াতের সেক্রেটারি এবং লক্ষ্ণীপুর-৪ আসনের প্রার্থী।

শোভাযাত্রা ঝুমুর এলাকায় পৌঁছালে ড. রেজাউল করিম নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা সম্পর্কে সংক্ষেপে দিকনির্দেশনা তুলে ধরেন। এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহামুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশিদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের মতে, শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশ নেন, যা নির্বাচনী মাঠে নতুন উত্তাপ ছড়িয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে