কাউখালীতে তাঁতি দলের কমিটি গঠন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০৪:৩৩ পিএম
কাউখালীতে তাঁতি দলের কমিটি গঠন

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ইউপি সদস্য কাজী মোঃ সালাউদ্দিনকে আহ্বায়ক ও মীর জিয়াউর রহমানকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হলেন দীপক হাওলাদার। যুগ্ম আহবায়ক হলেন আহসান হাবিব সিদ্দিক, মাহফুজুর রহমান মুনান, লতিফুর রহমান লাভলু, হেদায়েতুল ইসলাম মন্টু, মিরাজুল হক লিপু, গিয়াস উদ্দিন সরদার, আখতারুজ্জামান বাবু, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাইদুর রহমান শিপলু ও সেলিম খান।

সিনিয়র সদস্য হলেন রফিকুল ইসলাম সাইদুল। পিরোজপুর জেলা তাঁতি দলের সভাপতি মোঃ আলী শেখ, সাধারণ সম্পাদক মানিক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন সরদার ২০ নভেম্বর কাউখালী উপজেলা তাঁতি দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে