স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সাথে সভা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০৫:৩৮ পিএম
স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সাথে সভা

সমৃদ্ধ রংপুর গড়তে  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা পক্ষে জনমত সৃষ্টিতে রংপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী মো: সামসুজ্জামান সামু রংপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার  প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সহায়তা করার আহ্বান জানিয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় রংপুর চেম্বার ভবন  হলরুমে এক মতবিনিময় সভায় এ আহবান জানান।

মতবিনিময় সভায় রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে ও সভায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি ও বিশিষ্ট সংগঠক আলহাজ্ব সালেকুজ্জামান সালেকের উপস্থাপনায় বক্তব্য রাখেন,  দৈনিক আগামীর সন্ধানে সম্পাদক মোনাব্বর হোসেন মনা, দৈনিক মায়া বাজারের ভারপ্রাপ্ত সম্পাদক সুশান্ত ভৌমিক, দৈনিক বায়ান্নর আলোর  ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল,দৈনিক দাবানলের সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনু, সকালের বাণীর সম্পাদক হযরত আলী, আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান, দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক নজরুল মৃধা, দৈনিক আগামীর সন্ধানে নির্বাহী  সম্পাদক আব্দুর রউফ সরকার, দৈনিক প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান বাবলা, দৈনিক আখিরার নির্বাহী সম্পাদক নুরুন্নাহার মাসুদ সীমা, দৈনিক পরিবেশের নির্বাহী সম্পাদক শাকিল আহমেদ, দৈনিক দাবানলের বার্তা সম্পাদক জিএম জয়, সকালের বাণীর বার্তা সম্পাদক এসএম ইকবাল, দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার সহকারী বার্তা সম্পাদক হুমায়ুন কবির মানিক, দৈনিক সকালের বাণীর পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল প্রমুখ।

এসময় রংপুর থেকে দৈনিক পত্রিকা গুলোর  প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদক,বার্তা সম্পাদক ও সহকারী বার্তা সম্পাদক গণ উপস্থিত ছিলেন। এছাড়াও  মহানগর বিএনপির সদস্য শাহিনুল ইসলাম শাহীন, জামিল খান, জেলা যুবদলের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, সাংবাদিক রুবায়েত হোসেন সিয়াম উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, অতীতে বিএনপিতে অতিথি প্রার্থী দেয়া হয়েছিল।  ভোট শেষে তারা রংপুরে আর আসেনি, রংপুরের মানুষের সুখ দুঃখের কথা ভাবেনি। একটি রাজনৈতিক দলের  অতিথি প্রার্থীরা  সংসদ সদস্য নির্বাচিত হয়ে  তাদের ভাগ্যের উন্নয়ন করেছেন। রংপুরের কোন উন্নয়ন হয়নি। তাই এবার তারা  সামসুজ্জামান সামুর কাছে প্রতিচ্ছুতি চান, তিনি বা তার দল  নির্বাচনে বিজয়ী হলে   রংপুরের উন্নয়নের জন্য এবং মানুষের সুখ দুঃখ শোনার জন্য  তিনি রংপুরের মানুষের পাশে থাকবেন। 

এর জবাবে সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু বলেন, তিনি রংপুরের সন্তান। এই রংপুরে তার শৈশব কৈশোর কেটেছে এবং যৌবন পেরিয়ে গেছে। রংপুরের সমস্যার সম্ভাবনা  তিনি বোঝেন। প্রকাশক সম্পাদকগণের বক্তব্যের সাথে একমত পোষণ করেন। তিনি বলেন, আগামীতে  তিনি বা তার দল বিজয়ী হলে  রংপুরের উন্নয়নে  নিজেকে  সচেষ্ট রাখবেন। দীর্ঘ ৪২ বছর  রংপুর উন্নয়ন বঞ্চিত। যারা রংপুরের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের জবাব দেওয়ার সময় এখন এসেছে। আগামীতে  বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে  তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা গেলে একটি সমৃদ্ধ রংপুর  গড়ে তোলা সম্ভব হবে।   এ লক্ষ্যে তিনি ধানের শীষের পক্ষে  জনমত সৃষ্টিতে  প্রকাশক সম্পাদকগণের  বলিষ্ঠ ভূমিকা   রাখার আহ্বান জানান। তার বিরুদ্ধে  মিথ্যা ও ষড়যন্ত্রমূলক  নানা ধরনের অবস্থা অপপ্রচার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। উল্লেখ্য, সমৃদ্ধ রংপুর গড়তে ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উপস্থিত  প্রকাশক, সম্পাদক,নির্বাহী সম্পাদক ও বার্তা সম্পাদক বৃন্দ  আগামী তরও ১০ নির্বাচনে  ধানের শীষের পক্ষে  ভূমিকা রাখবেন বলে  দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে