৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ২২ নভেম্বর, ২০২৫, ০৬:৪৬ পিএম | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০৬:৪৬ পিএম
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ
রাজশাহীতে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় বৃদ্ধির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকায় আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদও জানিয়েছেন তারা। রেলপথ অবরোধের কারণে রাজশাহী–ঢাকা রুটের পদ্মা এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশনে আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শনিবার (২২ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সমবেত হন পরীক্ষার্থীরা। সেখান থেকে বিসিএস লিখিত শিক্ষার্থীবৃন্দের ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছে। পরে তারা রেলপথে বসে পড়লে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, পূর্বের বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত প্রস্তুতির জন্য বেশি সময় দেওয়া হলেও এবার পিএসসি দুই মাসেরও কম সময় নির্ধারণ করেছে—যা তাদের জন্য অযৌক্তিক ও অপ্রস্তুতিমূলক। ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে পরীক্ষার অ্যাডমিট কার্ড পুড়িয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে সময় বাড়ানোর আহ্বান জানালেও পিএসসি কোনো সাড়া দেয়নি। তাই বাধ্য হয়ে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করতে হয়েছে। বিকেল ৪টার দিকে পদ্মা এক্সপ্রেস আটকা পড়ার পর যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়।
আপনার জেলার সংবাদ পড়তে