লোহাগড়ায় শীতার্তদের মাঝে কম্বলসহ বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০৭:০৬ পিএম
লোহাগড়ায় শীতার্তদের মাঝে কম্বলসহ বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

লোহাগড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট নিয়ে  গ্রামে গ্রামে ব্যাপক গণসংযোগ করেছেন নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর (অব.) আলহাজ্ব কাজী মনজুরুল ইসলাম প্রিন্স।

জানা যায়, শনিবার  দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত  নড়াইল-২ আসনের  নোয়াগ্রাম, নলদি, হবখালী, মুলিয়া এবং আউড়িয়া ইউনিয়নে গণসংযোগ, ৩১ দফা প্রচার ও শীতবস্ত্র বিতরণ করেন মেজর(অবঃ) আলহাজ্ব কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স। এ সময় তিনি সমর্থক,  নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।

এসময় তিনি  বলেন,তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দেশকে পুনর্গঠনের রূপরেখা হিসেবে কাজ করবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই জনগণের মুক্তির পথ। জনগণ পরিবর্তন চায়-আমরা সেই পরিবর্তনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।”

আপনার জেলার সংবাদ পড়তে