সশস্ত্র বাহিনী দিবসকে জাতির গৌরবের দিন উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেছেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো। অবসরপ্রাপ্ত হলেও দেশের প্রয়োজনে আমরা সর্বদা আত্মনিবেদন করতে প্রস্তুত।’
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সিলেট নগরীর জেল রোডের একটি অভিজাত হোটেলে সিলেট জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অসকস-এর প্রধান উপদেষ্টা লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ আরও বলেন, ‘গৌরবময় সশস্ত্র বাহিনী দিবসকে কেন্দ্র করে অসকস যে আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়। এতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা উজ্জীবিত হবেন।’ তিনি অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের এ ধরনের মিলনমেলা আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অসকস-এর কেন্দ্রীয় সভাপতি সার্জেন্ট (অব.) মোহাম্মদ হুমায়ূন কবির। তিনি বলেন, ‘অসকস এখন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নয়ন-অগ্রগতির পাশাপাশি একটি জনকল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে কাজ করছে।’
সংগঠনের সিলেট জেলা সভাপতি সার্জেন্ট (অব.) মো. আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক কর্পোরাল (অব.) মুর্শেদ আলম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সার্জেন্ট (অব.) জাহিদ হোসেন, কর্পোরাল (অব.) হাজী মাফিজ উদ্দিন, সার্জেন্ট (অব.) আব্দুর রহমান ও ল্যান্স কর্পোরাল (অব.) খলিলুর রহমান প্রমুখ।