বিশিষ্ট রাজনীতিবিদ এবং ৬ বারের সংসদ সদস্য জননেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সত্যের শক্তির উদ্যোগে শনিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে স্মরণ ও দোয়া অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও কলামিস্ট রাকেশ রহমান বলেন, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ১৮ কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তিনি বলেন, ২০১৫ সালের ২২ নভেম্বর ফ্যাসিবাদ শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে। সেদিন জাতীয় বীর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন ‘এই ট্রাইব্যুনাল চালু রাখুন একদিন এই ট্রাইব্যুনালে তাদের ফিরে আসতে হবে’। ১০ বছর পর তার মৃত্যু বার্ষিকীর ৫ দিন আগে ১৭ই নভেম্বর ২০২৫ একই ট্রাইব্যুনালে ফ্যাসিবাদ হাসিনা ও তার দোসর আসাদুজ্জামান কামালের ফাঁসির আদেশ দিয়েছে। এই আদেশ প্রমান করে পৃথিবীতে যারা অন্যায় করে তাদের শাস্তি ভোগ করে যেতে হয়। এনডিপি’র মহাসচিব ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আমাদের সাহসের বাতিঘর। তিনি ১৯৮৯ সালের ১০ই সেপ্টেম্বর ন্যাশানল ডেমোক্রেটিক পার্টি এনডিপি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই দলে বাঘ প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। তিনি কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সংগ্রামী নেতা ছিলেন। যারা সেদিন তাকে মিথ্যা তকমা দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছিল সেই একই আদালতে তাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে। আমরা আশা করবো অচিরেই তাদের ফাঁসির রায় কার্যকর করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ও বাংলাদেশ সত্যের শক্তির সদস্য হাওলাদার আবুল কাশেম বিপু, মোঃ সাহাজুল ইসলাম স্বপন, পিযুস কান্তি হাওলাদারসহ প্রমুখ। স্মরণসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।