কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানের গণসংযোগ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করা হয়।
শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিকেলে আছাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে আছাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব এবং হোমনা-তিতাস অঞ্চলের তৃণমূল নেতাকর্মীদের পরিচিত মুখ ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।
তিনি ৩১ দফার গুরুত্ব, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলনের দিকনির্দেশনা তুলে ধরেন।
অনুষ্ঠানস্থলের সাজসজ্জা, ব্যানার ও উপস্থাপনায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ছবি এবং ৩১ দফার মূল বার্তা প্রদর্শন করা হয়। কর্মসূচির শুরুতে জনসভা মাঠ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ পরিচালনা করা হয়।
মীর মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম। বিএনপি নেতা বদিউজ্জামান বদুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. আমির হোসেন ভূঁইয়া, মাথাভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, মো. মাইন উদ্দিন সরকার, বিএনপি নেতা সারোয়ার হোসেন টিপু, জামান মেম্বার, আসাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, সাবেক ছাত্রনেতা মো. মনিরুল হক, ছাত্রনেতা মো. মেহেদী হাসান রাজিব , জহির সরকার প্রমুখ।