বাঘায় স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী গ্রেফতার

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০৯:০৩ পিএম
বাঘায় স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী গ্রেফতার
রাজশাহীর বাঘায় স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে আগুন জালিয়ে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী স্বামী সুরুজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে র‌্যাব-৪ ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর পল্লবী থানার মিরপুর-১২ লালডেগ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে ৭ দিনের রিমেন্ডের আবেদন করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুরুজ হোসেন (৩২) বাঘা পৌরসভার চক নারায়ণপুর গ্রামের শহিদুল মাঝির ছেলে। ১ নভেম্বর নিজ বাড়িতে স্ত্রী অনন্যা খাতুন মুন্নি (২৫) এর শরীরে ডিজেল ঢেলে আগুন জালিয়ে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা প্রদ্যুৎ কুমার প্রামানিক বিষয়টি নিশ্চিত করেন। বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, সুরুজ হোসেনকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রযেছে। ১০ বছর আগে সুরুজ হোসেনের সাথে অনন্যা খাতুন মুন্নির বিয়ে হয়। তাদের ২টি সন্তানও রয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে