আগৈলঝাড়ায় “সোনার বাংলা নবীন সংঘ”র রজত জয়ন্ত্রী পালন

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৫, ০৪:৫১ পিএম
আগৈলঝাড়ায় “সোনার বাংলা নবীন সংঘ”র রজত জয়ন্ত্রী পালন

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের রাজাপুর গ্রামে ঐতিহ্যবাহী “সোনার বাংলা নবীন সংঘ”র রজত জয়ন্ত্রী উপলেক্ষে বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার চারদিন ব্যাপি অনুষ্ঠানের মধ্যদিয়ে উয্যাপন করা হয়েছে। অনুষ্ঠান মাল মধ্যে ছিলো  আনন্দ র‌্যালি, পিঠা উৎসব, কেক কাটা, অঞ্জলী নিবেদন, প্রতিযোগিতামূলক গীতা পাঠ, শ্যীমদ্ভাগবত পাঠ, বিদগ্ধ শাস্ত্রীয়জনের আলোচনা, সাময়িক“ সম্প্রীতি”র মোড়ক উন্মোচন, সবর্ধনা প্রদান, অলোচনা সভা, শিতবস্ত্র বিতরন, সাংস্কিৃতক অন্ষ্ঠুান। সাংস্কিৃতক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অন্তর্জাতিক খ্যাাতিমান শিল্প নকুল কুমার বিশ্বাস। শনিবার নিব্যাপী বিশেজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে ইসিজি, রক্তদান, রক্তেরগ্রুপ নির্ণয় এবং সুগার টেস্টসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়ছে। আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রাম অঞ্চলে সোনার বাংলা নবীন সংঘ নামে এতা সুন্দর  একটি সুসংগঠিন সংগঠন দেশে আরে কোথা অছে কিনা তা তাদের জাননেই। সোনার বাংলা নবীন সংঘ তার মাদক মুক্তদেশ গড়ার জন্য নবীনদের কর্মসংস্থান করে দিচ্ছে।  তার লেখা পড়া, খেলাধুলা  ও সাংস্কৃতির দিকে  নবীনদের  মনোনিবেষ করছে যাতে তারা কোন অপরাধ মূলক কাজে জড়াতে না পারে। সোনার বাংলা নবীন সংঘ  সভাপতি  তপন কুমার অধিকারীর  য চিন্তা চেতনা  আমাদের দেশের মানুষের এমন চিন্তা চেতনা থাকলে দেশের প্রতিটি গ্রামে এমন সংঘঠন হলে দেশ সোনার বাংলা হবে। সভায় সোনার বাংলা নবীন সংঘের সাময়িক“ সম্প্রীতি”র মোড়ক উন্মোচন  করা হয়।ঐতিহ্যবাহী সোনার বাংলা নবীন সংঘ সভাপতি তপন কুমার  অধিকারী সভাপতিত্বে  অলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ড গবেষণা ও পরিসংখ্যান  মহাপরিচালক অরুন কমার  বিশ্বাস, সরকারি কার নজরুল কলেজ অধ্যক্ষ প্রকাশ চন্দ্র অধিকারী, কোটালিপাড়া শেখ লুৎফর রহমান আর্দশ সরকারি কলেজ অধ্যক্ষ(অব:)  প্রফেসর কার্তিত চন্দ্র বিশ্বাস, কোটালিপাড়া শিক্ষা কর্মকর্তা আমজাত হোসেন, রাজাপুর আর্দশ উচ্চ বিদ্যালঢয় প্রধান শিক্ষক স্বপন কুমার অধিকারী,  রামশিল ইউনিয়ন পরিষদ চেয়াম্যান শ্যামল কান্তি বিশ্বাস, উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন বৈদ্য, প্রধান অথিতি সুহৃদ বাংলাদেশ সভাপতি নিখিল মৃধা, সাবেক উপজেলা শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী, সাবেক সহকারী অধ্যঅপক ললিত চৌধুরী, সহকারী অধ্যাপক শীলাবতী অধিকারী, সোনার বাংলা নবীন সংঘ সাধারণ সম্পাদক শিল্পী বাগ্চী সহ স্থানী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে