পিরোজপুর জেলার ইন্দুরকানীতে পাড়েরহাট প্রিমিয়ার লীগ (পিপিএল) সিজন-৫ এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় পাড়েরহাট রাজলক্ষ্মী কলেজ মাঠে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন মল্লিক নাসির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন, পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আশীষ চক্রবর্তী, জিয়ানগর উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম হাওলাদার এবং পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট কবির হোসেন। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন পাড়েরহাট বয়েজ ঢও এবং এলিট চ্যালেঞ্জার্স। দুই দলের এই উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা ভিড় জমিয়েছেন পিপিএল আয়োজক কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের বক্তব্য প্রদান করেন। তিনি জেলা প্রশাসকের সহযোগিতার প্রশংসা করে বিগত পাঁচ বছর ধরে চলমান এই টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পিপিএল সিজন-৫ এর উদ্বোধনী অনুষ্ঠানটি স্থানীয় ক্রীড়াপ্রেমী জনগণের জন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে এবং তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়া চেতনাকে জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে প্রশংসা অর্জন করেছে।