কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় মিতালী গার্লস স্কুলের সামনে থেকে ভারতীয় প্রসাধনীবাহী একটি নীল রঙের পিকআপ জব্দ করেছে পুলিশ। শনিবার বিকালে এ অভিযান পরিচালিত হয়।
সিধলী তদন্ত কেন্দ্রের আইসি সেন্টু মিয়া কলমাকান্দা পরিবারকে নিশ্চিত করেছেন, পিকআপটিতে বিপুল পরিমাণ পন্ডস ব্রাইট বিউটি অ্যান্টি-ডালনেস ফেসওয়াশ চোরাই পথে আসা ভারতীয় প্রসাধনী পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৬,৪৮,০০০ টাকা।
এ ঘটনায় মোঃ তফছির উদ্দিন আকাশ (২২)-কে আটক করা হয়েছে। সে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।