রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৯

এফএনএস (এম এম মামুন; মোহনপুর, রাজশাহী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৭ পিএম
রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৯

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ১৪ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো  হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে