মনোনয়ন বঞ্চিত হয়ে দলের বিরুদ্ধে বিষোদগার, সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি নেতাকর্মীদের

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ১২:৫১ পিএম
মনোনয়ন বঞ্চিত হয়ে দলের বিরুদ্ধে বিষোদগার, সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি নেতাকর্মীদের

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় বিএনপি নেত্রী শাম্মী আক্তার প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য ও ইঙ্গিতপূর্ণ পোস্ট করে দলের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ করেছে দলীয় নেতাকর্মী। তাদের দাবি মনোনয়ন বঞ্চিত হলে কষ্ট থাকতেই পারে; তা দলের নীতিনির্ধারকদের জানানো সাংগঠনিক নিয়মের মধ্যেই পড়ে। কিন্তু শাম্মী আক্তার যেভাবে প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য করছেন, তাতে দলের ঐক্য, মাঠের প্রচারণা ও সাধারণ ভোটারদের মনোভাব-সবকিছুতেই নেতিবাচক প্রভাব পড়ছে। তারা মনে করছেন, তার ধারাবাহিক এই মন্তব্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের স্পষ্ট উদাহরণ।

দলীয় সূত্র জানায়, এবারের নির্বাচনে শাম্মী আক্তার হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু দীর্ঘ মূল্যায়ন শেষে বিএনপি চূড়ান্ত মনোনয়ন দেয় জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সলকে। মনোনয়ন ঘোষণার পরপরই শাম্মী আক্তারের ক্ষোভ প্রকাশ্যে দেখা যায়। প্রথমে ফেসবুকে তিনি লেখেন- “ছি!”, পরদিন আরও কঠোর ভাষায় লেখেন- “তুই গাদ্দার!”। নেতাকর্মীদের দাবি, এসব বক্তব্য দলীয় নীতিনির্ধারকদের উদ্দেশ্য করেই দেওয়া। এদিকে তিনি বিভিন্ন টকশোতে গিয়েও দলের সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন, যা দলীয়ভাবে বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছে। নেতাকর্মীরা বলছেন, তার এমন আচরণ সারাদেশে বিএনপির প্রতি ভুল বার্তা দিচ্ছে এবং মাঠের সাধারণ ভোটারদের মনেও প্রশ্ন তৈরি করছে।

মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন-দল যাকেই মনোনয়ন দিক তা মান্য করা আমাদের সাংগঠনিক দায়িত্ব। কিন্তু শাম্মী আক্তার এমনভাবে কথা বলছেন, যেন তিনি দলের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। ধানের শীষের পক্ষে এখন মাঠে জোয়ার চলছে। এই সময়ে নেতিবাচক মন্তব্য আমাদের প্রচারণাকে বাধাগ্রস্ত করছে। যারা দলের ক্ষতি করছেন, তাদের লাগাম টেনে ধরতেই হবে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, “তিনি স্পষ্টভাবেই দলের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে অপপ্রচার চালাচ্ছেন। এতে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। দলকে রক্ষা করতে হলে এখনই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি। দেরি হলে এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে।”

চ্নুারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু নাঈম মোঃ হালিম বলেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচার-বিশ্লেষন করে হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মোঃ ফয়সলকে দলীয় মনোনয়ন দিয়েছেন এবং উনার নেতৃত্বে চ্নুারুঘাট মাধবপুরের দলীয় নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে। এই মূহূর্তে কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বিভ্রান্তি ছড়ানো ঠিক হচ্ছে না।

আপনার জেলার সংবাদ পড়তে