কালাইয়ে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ছানী অপারেশনের উদ্বোধন

এফএনএস (মো: তৌহিদুল ইসলাম তালুকদার; কালাই, জয়পুরহাট) : | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০১:৪৮ পিএম
কালাইয়ে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ছানী অপারেশনের উদ্বোধন

জয়পুরহাটের কালাইয়ে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে কালাই ডিগ্রী কলেজ হলরুমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাট-০২ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও সাবেক সচিব মো.আব্দুল বারী।

বগুড়ার বনানীস্থ গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝো বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নূরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: তাজউদ্দিন, কালাই পৌর বিএনপি যুগ্ম-আহবায়ক আব্দলু আলিম, কালাই পৌর বিএনপির গাক চক্ষু হাসপাতালের আউট রীচ কো অর্ডিনেটর শাহিনুর রহমান প্রমুখ 

এআয়োজকরা জানায়, কালাই উপজেলার প্রায় ৪ শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা, ছানী অপারেশন ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হবে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্যই এই ধরনের আয়োজন বলে তারা জানায়।

স্থানীয় বাসিন্দা রিমা, ছোলেখা, বদরুনসহ অনেকেই জানানা,বাইরে ছানি অপারেশন করাতে প্রায় ২৫ হাজার টাকা খরচ হতো, যা অনেকের সামর্থ্যের বাইরে। তাই এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

আপনার জেলার সংবাদ পড়তে