পিরোজপুরের কাউখালীতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, কাউখালী থানার এস আই মাসুদ আল মামুন ও এস আই রাকিব হাসান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের জয়কুল গ্রামের রুস্তম আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রোকনুজ্জামান(৪২)কে একই এলাকার লোকমান হোসেনের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে শনিবার দিবাগত রাতে ৩২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, মাদক ব্যবসায়ী রোকনুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে কাউখালী থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। রোববার (২৩ নভেম্বর) আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।