লক্ষ্ণীপুরের রামগতির মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ১০ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মেঘনার একটি বিশেষ টিম রামগতির মুন্সিরহাট বেঁড়িবাঁধ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৭টি ট্রলিং জাল এবং ১০ জন জেলেকে আটক করা হয়।
পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ট্রলারের ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। জব্দকৃত বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানায়।
কোস্ট গার্ড আরও জানায়, মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট দিয়ে যাতে কোনোভাবেই মাছ শিকার করা না যায়, সেদিকে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।