পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এন্টিবায়োটিক রেজিষ্টেনস সচেতনতা সপ্তাহ উপলক্ষে রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় এন্টিবায়োটিক রেজিষ্ট্রেনস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তর কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবিরের সঞ্চানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ। বক্তব্য দেন দি একমি ল্যাবরেটরিজের সেলস ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক,বিসিডিএস চাটমোহর শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। সভায় এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। এজন্য সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।