বিসিএস'র লিখিত পরীক্ষার সময়বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২৩ নভেম্বর, ২০২৫, ০৪:২৮ পিএম | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০৪:২৮ পিএম
বিসিএস'র লিখিত পরীক্ষার সময়বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা লিখিত পরীক্ষার সময়বৃদ্ধির দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সাড়ে বারোটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন।  এসময় মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পরতে হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, আমাদের অনেকের সেমিস্টার ফাইনাল দেড়টায় শুরু হবে, অনেকে জানেনা যে রাস্তা অবরোধ করা হয়েছে। ঠিক সময়ে রওনা দিয়েও অনেকেই পরীক্ষা দিতে পারবে না। সড়ক অবরোধের ফল তো আমাদেরই ভোগ করতে হচ্ছে।

আন্দোলনকারীদের দাবি, ৬০ দিনের মধ্যে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস সম্পন্ন করে পরীক্ষা দেয়া অসম্ভব। এছাড়া বিসিএস পরীক্ষায় দুইধরনের প্রতিযোগি থাকেন। একদল অভিজ্ঞ অর্থাৎ যারা পূর্বে লিখিতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং আরেকদল নতুন যারা প্রথমবার প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন।

পুরাতন বা অভিজ্ঞদের ক্ষেত্রে এই অল্প সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেয়া সম্ভব হলেও নতুনদের পক্ষে সেটা অসম্ভব। ফলে পিএসসির তড়িঘড়ি করে লিখিত পরীক্ষার রুটিন প্রকাশকে বৈষম্য হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।

আপনার জেলার সংবাদ পড়তে