গাবতলী শহীদ জিয়া ডিগ্রি কলেজের অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও‌ কমিটি বাতিলের দাবি

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) : | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০৪:২৯ পিএম
গাবতলী শহীদ জিয়া ডিগ্রি কলেজের অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও‌ কমিটি বাতিলের দাবি

বগুড়ার গাবতলী শহীদ জিয়া ডিগ্রি কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারীকে অবৈধ আক্ষ্যা দিয়ে তার অপসারণ ও গোপনে পকেট কমিটি  বাতিলের দাবিতেশিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে রোববার (২৩ নভেম্বর) অত্র কলেজে জিয়া মঞ্চে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদসভা  করেছে।

তাদের অভিযোগ, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী অবৈধভাবে দুই বছর ধরে দায়িত্ব পালন করেছেন। সে তার অবৈধ পদ পাকাপোক্ত করতে তার ১১ জন  নিকট আত্মীয়কে সদস্য অর্ন্তভুক্তি‌ করে গোপনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে।

‎জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চিঠি দিয়ে বলা হয়েছিল, দশ কার্য দিবসের মধ্য জ্যেষ্ঠ তম শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব দিতে, সে বিষয়ে কোন তোয়াক্কা করেননি তিনি। অধ্যক্ষ আব্দুল বারী নিজক্ষতাবলে অবৈধভাবে শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে শোকজ নোটিশ প্রদান করে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছেন।

‎শহীদ জিয়া ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ অবিলম্বে অবৈধ অধ্যক্ষ‌ অপসরণ করে কলেজের জেষ্ঠ্যতম শিক্ষককে দায়িত্ব প্রদান ও গোপন কমিটি বাতিল ও জারিকৃত সকল শোকজ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

‎এব্যপারে শহীদ জিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী সাথে কথা হলে, তিনি বলেন, নিয়মমতো কমিটি গঠন করা হয়েছে, কর্মচারীদের বিরতির বিষয় আমার জানা নেই, তারা আমাকে এবং সভাপতিকে তাদের দাবির বিষয়ে লিখিত কিছু জানায়নি।

‎শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে কর্মবিরতি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রধান সহকারী জহুরুল ইসলাম, হিসাব রক্ষক আব্দুল মান্নান, টাইপিষ্ট কামক্লক আব্দুল খালেক, চতুর্থ শ্রেণী‌ কর্মচারী সিদ্দিকুর রহমান,‌‌শফিউল আলম, আমিনুল ইসলাম, সমশের আলী, আমজাদ হোসেন, রেনু বেগম, আব্দুল মজিদ, আসলাম, ইসমাইল হোসেন,‌ ইয়াকুব আলী ও রুহুল আমিন প্রমুখ।