মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ১০ হাজার শলাকা বিদেশী চঅঞজঙঘ সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাওসার হোসেন সোহাগ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই বাবলু কুমার পাল সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌরসভার গুহরোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে পাকা সড়কে অবস্থানকালীন সময়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সোহাগের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার সবুজবাগ এলাকায়।
অভিযানকালে পুলিশ তার হেফাজত থেকে ১০,০০০ শলাকা বিদেশী সিগারেট উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। পুলিশ জানায়, সে সহযোগীদের সহায়তায় চোরাচালানের মাধ্যমে এসব সিগারেট বাংলাদেশে এনেছে। ঘটনার পর গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।