ময়মনসিংহে শিক্ষাবৃত্তি ও পুরস্কার প্রদান

এফএনএস (গোলাম মোস্তফা সরকার; ত্রিশাল, ময়মনসিংহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৫, ০৫:৪০ পিএম
ময়মনসিংহে শিক্ষাবৃত্তি ও পুরস্কার প্রদান

ময়মনসিংহের ত্রিশালে মরহুম আবুল হাশিম চেয়ারম্যান ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি, পুরস্কার প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার উপজেলার বইলর কানহর এডিএস আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি, পুরস্কার প্রদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুর রহমান। মরহুম আবুল হাশিম চেয়ারম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ.হ.ম এনামুল হক লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ নাজমুল হকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মহানগর জামাতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব, বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মাজহারুল ইসলাম জুয়েল, মোক্ষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হেলাল উদ্দিন তরফদার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক সেকশন অফিসার আলহাজ্ব আবুল কাশেম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে