নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:৫১ পিএম
নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আল-কাওছার মেরিট মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট ও পুস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে পৌরসভার কলেজ মোড়স্থ মাদরাসার পাশে এই অনুষ্ঠান হয়। পরে রাতে আল-কাওছার মেরিট মাদরাসা ও আত-তাসলিম বালিকা মাদরাসার উদ্যোগে ৪জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান ও তাফসিরুল কোর-আন মাহফিল অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে এবং আল কাওছার মেরিট মাদরাসার পরিচালক মাওলানা জোনায়েদ হোসেনের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা শাহজালাল, কলেজ মোড় দারুল ফালাহ জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মো. মনিরুজ্জামান খাঁন, অত্র মাদরাসার পরিচালক হাফেজ মো. আব্দুল মান্নান আপেল, সমাজসেবক আতিকুর রহমান বাবুসহ অনেকে। 

আপনার জেলার সংবাদ পড়তে