সেনবাগে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:৫২ পিএম
সেনবাগে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ ফারভেজ প্রকাশ সুজনকে গ্রেফতার করেছে। এসময় তার দেহ তল্লাশী করে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৭২০ টাকা উদ্ধার করে। রোববার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে থানার এসআই মোঃ বেলাল হোসেন ও সঙ্গীয় পুলিশ ফোর্স সেনবাগ পৌরসভার উত্তর সাহাপুর কলেজ রোর্ডস্থ বাচ্চু মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে মাদক কারবারি ফারভেজ প্রকাশ সুজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সুজনের বাড়ি নোয়াখালী সুধারাম থানার ৮ নং এওজবালিয়া ইউনিয়নের চর শুল্যকিয়া গ্রামে। সে ওই গ্রামের শাহজাহানের বাড়ি মোঃ শাহজাহানের ছেলে। তার বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৭ তারিখ ২৩/১১/২৫ ইং। গ্রেফতারকৃত আসামিকে রোববার বিকেলে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে