ফুলবাড়িয়ায় বিএনপি নেতাকে মারধর

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:৫৪ পিএম
ফুলবাড়িয়ায় বিএনপি নেতাকে মারধর

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সারওয়ার আলম নামে এক বিএনপি নেতাকে  মারধর করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।  রোববার সকালে আসামীকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার পাটিরা বাজারে কেন্দ্রেীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোহা. আব্দুল করিম সরকারের সমর্থক উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এসএম সারওয়ারের সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের সমর্থক সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, তার ছেলে সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহামেদ  তমাল বিএনপি নেতা করিম সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য করলে প্রতিবাদ করেন বিএনপি নেতা সারওয়ার। এ ঘটায় তর্ক-বির্তক হয় দুজনের মধ্যে। কিছুক্ষণ পর তোফায়েল আহামেদ তমাল লোকজন নিয়ে পাটিরা বাজারে একটি ঘরে বসে থাকা সারওয়ারের উপর হামলা করে বেধরক মারধর করেন। পরে  তাকে গুরুতর আহত অবস্থায়  স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনায় জড়িত হামলাকারী ৩ জনকে পাটিরা বাজারের একটি ঘরে প্রায়৩ ঘণ্টা অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শত শত ক্ষুব্ধ জনতা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করে। রাত সাড়ে ১০টার দিকে হামলাকারী সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, তার ছেলে তোফায়েল আহামেদ তমাল ও শিবলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

জরুরি বিভাগের চিকিৎসক ওয়াদিয়া বলেন, রাত সাড়ে ৮টার দিকে আহতাবস্থায় সারওয়ার নামের একজনকে নিয়ে আসা হয় জরুরি বিভাগে। তার বাম হাত ও বাম চাপায় আঘাতের চিহ্ন রয়েছে, তাকে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রুকনুজ্জামান বলেন, মারধরের ঘটনায় আহতর চাচা ফয়সাল কবির  বাদি হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলা করেন। মামলার আসামী তোফায়েল আহমদ তমাল কে জেলহাজতে প্রেরন করা হয়েছে। আটক কৃত ২ জন  আসামিদের  বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় তাদেরকে  ছেড়ে দেওয়া হয়েছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । 

আপনার জেলার সংবাদ পড়তে