বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সদস্যদের স্বজন হারানোয় শোকসভা ও দোয়া

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০৮:১০ পিএম
বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সদস্যদের স্বজন হারানোয় শোকসভা ও দোয়া

বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সহ-সভাপতি ও ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ আহমেদের বড় ভাই মোঃ আল মামুন এবং টিচার্স ক্লাবের সম্মানিত সদস্য ও বি.এম. কলেজ বরিশালের সহযোগী অধ্যাপক মোঃ কামরুজ্জামান মিজানের ভাই মোঃ নুরুজ্জামান নিজাম শিকদারের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের আয়োজনে এবং টিচার্স ক্লাবের কোষাধ্যক্ষ কাজী এনায়েত হোসেনের সহযোগিতায় টিচার্স ক্লাবের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স ক্লাবের সম্মানিত জমিদাতা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসহাক মাস্টার। টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ শাহে আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ. এম. শাহজাহানের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন-

মোঃ মাসুদ আহমেদ, আবু জাফর মোঃ সালেহ, আশীষ মজুমদার, সহযোগী অধ্যাপক মোঃ কামরুজ্জামান, অপু চন্দ্র দাস, মোঃ ফারুক হোসেন, মোঃ আবুল হোসেন বাবুল বিশ্বাস, মোঃ আলমগীর হোসেন, মোঃ সাইফুল রহিম, মনজুরুল আলম টুটুল, মোঃ মনোয়ার হোসেন মাস্টার, মোঃ ইকবাল হোসেন স্বপন প্রমুখ। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে