দিনাজপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের উদ্যোগে শনিবার রাতে বাংলা কবিতার সাহিত্য আড্ডা, কবিতা পাঠ ও কবিতার নন্দনপুত্র কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজের জন্মদিন পালন করা হয়েছে।
দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সহ-সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু।
সাহিত্য আড্ডায় অনুভূতি ব্যক্ত ও কবিতা পাঠ করেন কবি আযাদ কালাম, কবি ফরিদুল আযাদ মিলন, কবি লাল মিয়া, উপন্যাসিক লায়লা চৌধুরী, অধ্যাপক কামরুজ্জামান গোপন, গল্পকার মাহাবুব আলী, কবি নিরঞ্জন রায়, কবি-গবেষক জোবায়ের আলী জুয়েল, কবি রুবী আফরোজ, কবি মোজেল উদ্দিন, কবি অদিতি রায়, কবি তহসিনা বেগম, কবি মাসুদ মুস্তাফিজের কন্যা নিঝুম মুস্তাফিজ ও মামুনুর রহমান জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন উত্তরবঙ্গ সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন হীরা। সঞ্চালকের দায়িক্ত পালন করেন কবি ও কণ্ঠ শিল্পি কমল কুজুর।
বক্তারা বলেন, বাংলাদেশের সাহিত্য অঙ্গনে আর দশজন কবির মতো দিনাজপুরের কবিতার যাদুগর মাসুদ মুস্তাফিজ একজন কবিতা প্রেমি মানুষের নাম রয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের বেশ কিছু নামি দামি জাতীয় পত্রিকায় কবি মাসুদ মুস্তাফিজ এর জন্মদিনকে সামনে রেখে ৩দিন ধরে বিশেষ সাহিত্য পাতা, প্রবন্ধ প্রকাশ হয়েছে। যা আমাদের মতো কবিদের গর্ব করার মতো একজন কবি মাসুদ মুস্তাফিজ। গত ১৯ নভেম্বর বীরগঞ্জ চিত্রশালা, কাশিপুর, কবিতার মাটি নবান্ন উৎসবে কবি মাসুদ মুুস্তাফিজের জন্মদিন পালন করা হয়েছে।