সেনবাগে প্রবাসী পরিবারের সদস্যদের অনুপুস্থিতিতে রাতের অন্ধকারে বসত ঘরের দরজার কড়া কেটে প্রায় ৮লাখ মালামাল লুট করে নিয়ে দুবৃত্তরা ।ওই ঘটনাটি ঘটেছে শনিবার দিবারোববার রাতের নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের নিজসেনবাগ পূর্ব পাড়া আবু তাহেরের নতুন বাড়ীর প্রবাসী আবু তাহেরের বসতঘরে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানান গৃহকর্তার স্ত্রী শাহিন সুলতানা ।
প্রবাসীর স্ত্রী শাহিন সুলতানা জানান, তারা তাদের পরিবারিক একটি সমস্যার কারনে রাতে পরিবারের কোন সদস্য বাড়ীতে ছিলেন না। দুপুরে তার ননদ খালেদা আক্তারের স্বামী নাছির উদ্দিন বাড়ির পাশে জমিতে ধান দেখা শেষে বাড়ীতে আসে ফ্রিজের মাংশ নিতে। এসেই দেখে ২ টি ঘরের দরজার কড়া কাটা ঘরের মধ্যে জিনিষ পত্র এলোমেলা তিনি এসময় আরো কয়জন লোক নিয়ে আসেন এবং পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের সদস্যরা এসে ঘরে প্রবেশ করে দেখে ২টি আলমিরা ভেঙ্গে নগদ ৩০হাজার টাকা, ১২টি বিদেশী কম্বল, মুল্যবান জিনিষ পত্র, ৩টি সেচ মোটর, ফ্রিজের মাংশ, খাবারের চাউল, সহ ৮লাখ পরিমানের মালামাল লুট করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এই ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের মাঝে আতংক দেখা দিয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানান গেছে।
এই বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোন রিসিভ করেনি।