নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে সন্ত্রাসী কামাল ও বশির বাহিনী সম্পত্তি দখল করে রাস্তা বন্ধ করায় বাধা দেয় কৃষক আবুল কাশেম। এ সময় তারা আবুল কাশেমকে মারধর করে হত্যার হুমকি দেয়। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবার।
রোববার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে নোয়াখালী সাংবাদিক ইউনিটির হল রুমে লিখিত বক্তব্যে সন্ত্রাসীদের বিচার দাবি করেন আবুল কাশেম ও তার ছেলে মোহাম্মদ রিয়াজ।
এর আগে শুক্রবার উপজেলার ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের আফতাব উদ্দিন হাজী বাড়িতে অভিযুক্তরা সম্পত্তি দখল করে রাস্তা বন্ধ করার প্রতিবাদ করায় এই হামলা করা হয়।
ভুক্তভোগী আবুল কাশেম বলেন, প্রায় দুইশত বছর এর পুরনো রাস্তা ও সম্পতি পূর্ব পুরুষ সহ তারা ভোগ দখল করে আসছেন। হঠাৎ করে ভূমিদস্যু কামাল উদ্দিন ও বশির সন্ত্রাসী বাহিনীকে ভাড়া করে চলাচলের রাস্তা বন্ধ করে পিলার ঢালাই করে। তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাই প্রশাসন এর কাছে তদন্ত করে সুষ্ঠু নিরপেক্ষ বিচারের দাবী তাদের।