ফ্যাসিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষে পরামর্শ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটি আয়োজিত শনিবার বেলা সাড়ে ১১ টায় রূপসার নৈহাটী ইউনিয়ন পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দৈনিক খুলনার বার্তা সম্পাদক মো.আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক নবাব। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, রূপসা উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা লাবিবুল ইসলাম, রূপসা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত আলী শেখ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর জেলা যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, নৈহাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইলিয়াস শেখ, রূপসা চিংড়ি বণিক সমিতির সভাপতি রুবেল মীর, রূপসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি আ. কাদের। সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আসাদ, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, প্রচার ও দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম, রূপসা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাবেক ইউপি সদস্য ওহিদুল ইসলাম, বসির হায়দার পল্টু, ইউনিয়ন জামাতের সেক্রেটারী মো. আজিম উদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার আ. সালাম, এনজিও প্রতিনিধি মো. বেল্লাল হোসেন, ইসলামী ছাত্র শিবিরের রূপসা পূর্ব শাখার সাহিত্য ও দাওয়া সম্পাদক আমিনুল ইসলাম, অফিস ও বাইতুল মাল সম্পাদক আমজাদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কবিরুল ইসলাম সৌরভ, হেদায়েতুল্লাহ আল মামুন, মাহফুজ হোসেন, সাংবাদিক কল্যান সোসাইটির কোষাধ্যক্ষ আখতার খান, দপ্তর সম্পাদক মো. খবীরুদ্দীন, প্রচার সম্পাদক বিএম শহিদুল ইসলাম, সদস্য হামিদুল হক, সাংবাদিক শাহরিয়ার হোসেন মানিক, হাসানুজ্জামান মনি, তুরান মল্লিক, শহিদুল্লাহ আল আজাদ প্রমূখ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হলেও তার দোষররা বিভিন্ন স্থানে ঘাপটি মেরে রয়েছে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যাতে তারা ষড়যন্ত্র করতে না পারে। যার কারণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।