মধ্যপ্রাচ্যের দুটি দেশে একই দিনে ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট: ২৪ নভেম্বর, ২০২৫, ১১:৩০ এএম | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ১১:৩০ এএম
মধ্যপ্রাচ্যের দুটি দেশে একই দিনে ভূমিকম্প অনুভূত

মধ্যপ্রাচ্যের দুটি দেশে একই দিনে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল শাকা এলাকায় রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এসজিএস। একই দিনে ইরাকেও ৫ দশমিক শূন্য ৯ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন ধরা পড়ে। সৌদি গেজেট এবং গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

সৌদির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্কের তথ্য উদ্ধৃত করে সৌদি গেজেট জানায়, কম্পনটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল আইস ও তাবুকের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী আগ্নেয় অঞ্চল হরাত আল শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর পশ্চিমে। অঞ্চলটি সৌদি আরবের অন্যতম পরিচিত আগ্নেয় লাভাক্ষেত্র হওয়ায় ছোট মাত্রার হলেও স্থানীয়ভাবে এই ধরনের কম্পনকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়।

একই দিনে ইরাকে যে কম্পনটি রেকর্ড করা হয়েছে তার মাত্রা ৫ দশমিক শূন্য ৯, যা তুলনামূলকভাবে শক্তিশালী। তবে সৌদি ও ইরাক উভয় দেশ থেকেই কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে এসজিএস।

গালফ নিউজ সোমবার (২৪ নভেম্বর) জানিয়েছে, সৌদির কম্পনটি অনুভূত হয় হাররাত আল শাকা এলাকার উত্তরে। সৌদি জিওলজিক্যাল সার্ভে বলছে, আগ্নেয় অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে সেখানে মাঝেমধ্যে ছোট মাত্রার ভূমিকম্প হওয়া অস্বাভাবিক নয়। সংস্থাটি পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে বলে জানায়।

পরিস্থিতি নিয়ে সৌদি জিওলজিক্যাল সার্ভের এক কর্মকর্তা বলেন, “ভূমিকম্পের মাত্রা কম থাকায় কোনো ধরনের ঝুঁকি তৈরি হয়নি। তথাপি উৎপত্তিস্থল আগ্নেয় এলাকায় হওয়ায় বিষয়টি বিজ্ঞানসম্মত মনিটরিংয়ের আওতায় রাখা হচ্ছে।”