মেহেরপুরে গাংনী পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রোববার দিবাগত মধ্য রাতে গাংনী আখসেন্টার পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। সে গাংনী পৌরসভা এলাকার আখসেন্টার পাড়ার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মহিরউদ্দীনের ছেলে।
সেনাক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনিরুজ্জামান মনির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে’র ভিত্তিতে বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতার মনিরুজ্জামান মনিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানান,মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার কার্যক্রম শেষ হলে আদালতে সোপর্দ করা হবে।