বাঘায় পদ্মার চরে বিদেশি পিস্তল, পাইপ গান ও দেশীয় অস্ত্র উদ্ধার

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০২:০৪ পিএম
বাঘায় পদ্মার চরে বিদেশি পিস্তল, পাইপ গান ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর বাঘায় পদ্মার চর থেকে অস্ত্র উদ্ধার বরা হয়েছে। সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি দল রোববার (২৩ নভেম্বর) রাতে খায়েরহাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, একটি ওয়ান শুটারগান ও একটি ম্যাগজিন উদ্ধার করে। র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৭ অক্টোবর বাঘা পদ্মার চরে ভূমি-বাথান দখল ও বালু মহলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে মধ্যে সংঘর্ষ ও দীর্ঘ সময় ধরে গোলাগুলি হয়। গোলাগুলিতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজন মারা যায় এবং পদ্মা নদীতে ভাসমান অবস্থায় একজনের লাশ পাওয়া যায়। উল্লেখ্য, ৯ নভেম্বর পুলিশের সাথে ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করে বেশ কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া যায়। এ বিষয়ে বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তর করে একটি জিডি করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে