সৈয়দপুরে পশুর সাথে শত্রুতা পায়ের বর্গ কেটে দিল প্রতিবেশী

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০২:১৬ পিএম
সৈয়দপুরে পশুর সাথে শত্রুতা পায়ের বর্গ কেটে দিল প্রতিবেশী

নীলফামারীর সৈয়দপুরে পশুর সাথে শত্রুতা করে পায়ের রগ কেটে দিয়েছে জাকারিয়া নামে এক প্রতিবেশী। এ নিয়ে পশু মালিক বিচার চেয়ে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটেছে সৈয়দপুর পৌর শহরের কয়ানিজপাড়া এলাকায়।

অভিযোগে জানা যায়, বেওয়ারিস এক দল কুকুর গরুটিকে তাড়া করলে ওই গরুটি অনেকটা ভয়ে প্রতিবেশীর বাগানে ঢ়ুকে পড়ে। এ সময় বাগানের কিছুটা ঘাস খেয়ে ফেলে গরুটি। ঘাস খেয়ে ফেলার অপরাধে ধারালো ছুরি দিয়ে অবলা গরুটির পায়ের রগ কেটে দেয়া হয়। এ ঘটনায় গরু মালিক মোছাঃ ফারজানা বেগম বাদী হয়ে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেন। এটি ঘটেছে ২২ নভেম্বর মুন্সিপাড়া খেজুরবাগ মাঠে। পরে আহত গরুটিকে সৈয়দপুর পশু হাসপাতালে  চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসা সেবা দেন প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল করিম।

এ ব্যাপারে বাগান মালিক জাকারিয়া বলেন,গরুটিকে ছুরি দিয়ে পা কাটার বিষয়টি মিথ্যে। বাগানে গরুটি ঢ়ুকতে গিয়ে হয়তো তার পা অন্য কোন কঞ্চি দিয়ে কেটে গেছে। গরু মালিক আমাকে ফ্যাসানোর চেষ্টা করছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল  ওয়াদুদ জানান, অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে