অভিভাবকদের নিয়ে প্যারেন্টিং প্রশিক্ষণ কর্মশালা

এফএনএস (শহিদুল ইসলাম শাহিন; পঞ্চগড়) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০৩:২০ এএম
অভিভাবকদের নিয়ে প্যারেন্টিং প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ে বর্তমান চ্যালেন্জিং সময়ে আদর্শ সন্তান, প্রতিপালন ও সুশিক্ষা প্রদানে অভিভাবকদের নিয়ে করনীয় শীর্ষক প্যারেন্টিং প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপি স্কুল অব দা হলি কুরআন পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে এই প্রশিক্ষন প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের সাবেক রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মির্জা বাকের সারোয়ার আহমেদ৷ অনুষ্ঠানটি উদ্ধোধন করেন জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইকবাল হোসেন। এসময় পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় স্কুল অব দা হলি কুরআন- এর সভাপতিত্বে মনিরুল ইসলাম মোল্লা সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় পাঁচ শতাধীক অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ অতিথিদের ক্রেস্ট উপহার দেয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে