বাগেরহাটে গণ প্রকৌশল দিবসে র‌্যালী

এফএনএস (এইচ এম মইনুল ইসলাম; বাগেরহাট) : | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০২:১৮ পিএম
বাগেরহাটে গণ প্রকৌশল দিবসে র‌্যালী

বাগেরহাটে গণ প্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্নাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের অফিসার্স ক্লাবের সামনে থেকে আইডিবি (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে র‌্যালীটি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেষ হয়।

র‌্যালীতে, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম, বাগেরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ বাদশা মিয়া, প্রকৌশলী মোঃ আবু হানিফ, মোঃ রবিউল ইসলাম মুসা, আইডিবি, বাগেরহাটের আহবায়ক মোঃ মারুফ উদ্দিন তালুকদার, সদস্য সচিব কাজী মাহমুদুল কবির প্রমুখ। র‌্যালী শেষে শহীদ মিনার চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে