ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে বিরোধের জেরধরে উপজেলা ছাত্রদলের এক সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করেছে প্রতিপক্ষের লোকজনে। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আহত ছাত্রদল নেতাকে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় সোমবার (২৪ নভেম্বর) সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত উপজেলা ছাত্রদলের সদস্য সৈকত খান (২৬) বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলাম খানের ছেলে।
সৈকত খান বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে কুতুবপুর হাই স্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি। ওই টুর্নামেন্ট সম্পর্কে বদরপুর গ্রামের জামাল ফকিরের ছেলে আমিনুল ইসলাম, শুভ ফকির, অমিত ফকিরকে কেন জানানো হয়নি এনিয়ে রবিবার (২৩ নভেম্বর) রাতে তারা বিরোধের সৃষ্টি করে।
সৈকত খান আরও জানান, তিনি কুতুবপুর বাজারের ছাত্তার খানের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় আমিনুল ইসলামের নেতৃত্বে তার ৮/৯ জন সহযোগিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। একপর্যায়ে তাকে (সৈকত) কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত আমিনুল ইসলামের বক্তব্যের জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন ধরনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, আহত সৈকত খানের মা শিরিন সুলতানার লিখিত অভিযোগের তদন্ত চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।