পাঁচবিবিতে বাড়ি বাড়ি ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৪:৩৩ পিএম
পাঁচবিবিতে বাড়ি বাড়ি ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা

২৪ নভেম্বর পাঁচবিবিতে পথে প্রান্তে, হাটে বাজারে গ্রামগঞ্জে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন বিএনপির দলীয় নেতাকর্মিরা। পাঁচবিবি ও জয়পুরহাট সদর নিয়ে  জয়পুরহাট -১ আসনের বিএনপির মনোনিত ধানের শীষের এমপি পদ প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধানের ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় কোন্দল থাকলেও মাসুদ রানার সমর্থকদের দলবদ্ধ ভাবে মাঠে কাজ করতে দেখা যাচ্ছে।

পাঁচবিবি উপজেলার , হাটে বাজারে গ্রামগঞ্জে পথসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের এমপি পদপ্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে ভোট প্রার্থনা করছেন দলীয় নেতাকর্মিরা।

গতকাল রবিবার (২৩ নভেম্বর) বিকালে পাঁচবিবি পৌর শহরের দানেজপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেছেন পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম জামিল, পৌর জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন, ৯ নংওয়ার্ড বিএনপির সভাপতি জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোহবানসহ অনেকে।

এদিকে পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ও একই চিত্র দেখা যাচ্ছে। নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা  নিয়ে মাঠে নেমেছে। তারা বাড়ি বাড়ি যাচ্ছে প্রান্তিক পর্যায়ের মানুষদের সংগে কথা বলছে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছে। পাচঁবিবি বিএনপির ঘাঁটি এধরণের কথা মাঠে ময়দানে শোনা গেলে ও প্রার্থী নির্বাচন নিয়ে জনমনে নেতিবাচক প্রশ্ন দেখা যাচ্ছে। এদিকে মনোনয়ন বঞ্চিত প্রার্থী আব্দুল গফুর মাষ্টার ও ফয়সাল আলীমের সমর্থকরা নিজ নিজ প্রার্থীর অনুকূলে  বিক্ষোভ মিছিল সমাবেশ অব্যাহত রেখেছে।

আপনার জেলার সংবাদ পড়তে