পাবনার নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় চাটমোহর উপজেলায় সরকারি কর্মকতাদের সাথে মতবিনিময় করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষি।ঠত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এসময় জেলা প্রশাসক শাহেদ মোস্তফা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।
এদিন বিকেলে জেলা প্রশাসক উপজেলা ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেন। পাবনায় যোগদান করার পর প্রথমবারের মতো তিনি চাটমোহর উপজেলা পরিদর্শন করলেন।