পাবনার চাটমোহর পৌর সদরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ডাক্তার আলহাজ্ব জয়েন উদ্দিন স্কুলে ‘জামিল শাহ বৃত্তি’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে স্কুলের ডাঃ শহীদুল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সন্ধ্যা কিরিটী। শিক্ষক আসাদুজ্জামান দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,স্কুলের পরিচালক সৌমিত্র কর্মকার,অভিভঅবক মোঃ মজনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের নিজস্ব তহবিল হতে ১২৫ জন শিক্ষার্থীকে জামিল শাহ বৃত্তি প্রদান করা হয়।