মোরেলগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষন প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) : | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৪:৫২ পিএম
মোরেলগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষন প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা

বাগেরহাটের মোরেলগঞ্জে রুপান্তর ও হেলভেটাস এর সহোযোগিতায় ইয়ুথ ফর দ্যা সুন্দরবন মোরেলগঞ্জ এর আয়োজনে পলিথিন ও প্লাস্টিক দূষন প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ বক্তব্যে বলেন,প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বনজীবিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্ষমতা ও দক্ষতা বাড়ানো জরুরি।পলিথিনের ব্যবহার কমিয়ে আনার সঙ্গে সঙ্গে এর পুনর্ব্যবহার ও রিসাইক্লিংসহ সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনাকে বিশ্বমানে উন্নীত করার কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাহলেই হয়তো আমরা একটা নিরাপদ বাসস্থান রেখে যেতে পারব ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুপান্তরের বাগেরহাট জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী,সাংবাদিক এম পলাশ শরীফ, প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ ইয়ুথ ফর দ্যা সুন্দরবন এর সদস্য কেয়া পারভেজ,পলাশ সাদিয়াল, আমিনা আক্তার ইতি,রুমান হোসাইন।

আপনার জেলার সংবাদ পড়তে