গোমস্তাপুরে বিএনপি নেতা আশরাফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৪:৫২ পিএম
গোমস্তাপুরে বিএনপি নেতা আশরাফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা আশরাফ হোসেন আলিমের বহিষ্কারদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ২৩ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কার প্রত্যাহারসহ দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এরআগে গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ গ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেতা নির্বাচনী প্রক্রিয়ার সময় দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কিছুদিন পর বহিষ্কারের মুখে পড়েন। তবে স্থানীয় পর্যায়ের বিভিন্ন রিপোর্ট, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক পুনর্গঠন এবং স্থানীয় নেতাকর্মীদের অনুরোধের প্রেক্ষিতে তাকে পুনরায় দলীয় সদস্যপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।পরে আলোচনার ভিত্তিতে তার বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা পুনর্বিবেচনা করে অবশেষে প্রত্যাহার করা হয়েছে।

বহিষ্কারাদেশ উঠিয়ে নেওয়ার বিষয়ে আশরাফ হোসেন আলি,বলেন, দল আমাকে যে বিশ্বাস ফিরিয়ে দিয়েছে, আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে দলের শক্তি বৃদ্ধি এবং গণতান্ত্রিক রাজনীতির বিকাশে আরও সক্রিয়ভাবে কাজ করতে চাই চান বলে তিনি জানান।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তে গোমস্তাপুরে দল আবারও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। তারা আশা প্রকাশ করেন, পূর্বের মতই এই নেতা দলের উন্নয়ন এবং আন্দোলন-সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে