যশোরের অভয়নগর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ভৈরব নদে অবৈধ দখল ও দূষণ বন্ধে ব্যাপকভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর উপজেলা সভা থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে যশোর-খুলনা মহাসড়কে যানজট নিরসন ও নওয়াপাড়া পৌরসভার বাইপাস সড়কের ফুটপাত দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনার পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলা, নওয়াপাড়া বাজার কমিটি গঠনের প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় বক্তব্য রাখেন, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, মুক্তিযোদ্ধা রজব আলী, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া সার ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, সাহিত্য-প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক শহিদুল ইসলাম, মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, নওয়াপাড়া হাইওয়ে থানার প্রতিনিধি এসআই হায়দার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নেতা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, মো. জহুরুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান প্রমুখ।