গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. মঞ্জু মিয়াকে গ্রেফপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধা ৬টার দিকে উপজেলার সীচা চৌরাস্তা হতে তাকে গ্রেপ্তার করা হয়। চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া কছিমবাজার গ্রামের কাজীম উদ্দিন ভোলা নেম্বরের ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সীচা চৌরাস্তা হতে চেয়রম্যানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গাইবান্ধা সদর থানা ওসি শাহীনুল ইসলাম তালুক বলেন, গাইবান্ধা জেলা বিএনপির অফিস ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।